
মানিকচক, ১ নভেম্বর ( হি. স.):-মারণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছেন মালদা জেলার মানিকচকের কামালপুর গ্রামের মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল। বয়স মাত্র পঁচিশ। ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ মেধার ছাপ রেখেছিল সে। সাধারণ দর্জি অজিত কুমার মণ্ডলের কন্যা সুপ্রিয়াকে এম.এস.সি পর্যন্ত পড়িয়েছেন তাঁর বাবা, নানান প্রতিকূলতা পেরিয়ে।কিন্তু হঠাৎ করেই জানা যায়, সুপ্রিয়ার শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার। পরিবারের সর্বস্ব বিক্রি করে তাঁর চিকিৎসা চালানো হলেও এখন অর্থের অভাবে তা প্রায় বন্ধ হতে বসেছে। চিকিৎসার খরচ ইতিমধ্যেই লাখ টাকায় পৌঁছেছে।বর্তমানে সুপ্রিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রতিদিন, আর তাঁর পরিবার দাঁড়িয়ে আছে গভীর সংকটে। শেষ আশার আলো হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি — হয়তো তাঁর সহানুভূতিতেই নতুন জীবন ফিরে পেতে পারেন এই মেধাবী কন্যা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়