সিউলে বিশ্ব ফ্যাশন মঞ্চে আলোড়ন লেয়ু ইয়াজিরের উপস্থাপিত অরুণাচলের ঐতিহ্যমণ্ডিত বস্ত্রের
অরুণাচল প্রদেশ, ১০ নভেম্বর (হি.স.) : সিউলের বিশ্ব ফ্যাশন মঞ্চে রাজ্যের ফ্যাশন ডিজাইনার লেয়ু ইয়াজির মারার উপস্থাপিত অরুণাচল প্রদেশর ঐতিহ্যমণ্ডিত বস্ত্রাসম্ভার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ২১-তম ‘সেলিব্রেটিং ইন্ডিয়া’
লেয়ু ইয়াজির মারা এবং মিস অরুণাচল তাবা জুমশি


অরুণাচল প্রদেশ, ১০ নভেম্বর (হি.স.) : সিউলের বিশ্ব ফ্যাশন মঞ্চে রাজ্যের ফ্যাশন ডিজাইনার লেয়ু ইয়াজির মারার উপস্থাপিত অরুণাচল প্রদেশর ঐতিহ্যমণ্ডিত বস্ত্রাসম্ভার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ২১-তম ‘সেলিব্রেটিং ইন্ডিয়া’ শীৰ্ষক কালচারাল ফ্যাশন ইভেন্টে অরুণাচল প্রদেশের ঐতিহ্যমণ্ডিত বস্ত্রসম্ভারের এক প্রদর্শনী তুলে ধরেছিলেন রাজ্যের ডিজাইনার লেয়ু ইয়াজির মারা। আন্তর্জাতিক মঞ্চে অরুণাচল প্রদেশের ঐতিহ্যমণ্ডিত বস্ত্রসম্ভার ব্যাপক আলোড়ন তুলেছে।

ভারতের প্রতিনিধিত্বকারী লেয়ু ইয়াজির মারা অরুণাচল প্রদেশের হাতে বোনা কাপড় এবং উপজাতীয় নকশাগুলির প্রদর্শনী উপস্থাপন করেছিলেন। আদিবাসী কারুশিল্পের সঙ্গে পরম্পরাগত ঐতিহ্যকে মিশ্রণ ঘটিয়ে আধুনিক সৌন্দর্যে বোনা নকশাগুলিকে সমসাময়িক ফ্যাশনের সাথে উপস্থাপন করেছেন লেয়ু মারা।

‘নর্থ-ইস্ট ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি’-র সিইও বিক্রম রায় মেধি এ খবর দিয়ে জানান, গত ৬ এবং ৭ নভেম্বর গ্যাংনামের টেক্সটাইল সেন্টারে অনুষ্ঠিত ২১-তম ‘সেলিব্রেটিং ইন্ডিয়া’য় ‘নর্থ-ইস্ট ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি’-র উদ্যোগে সিউলে ভারতীয় দূতাবাস, কোরিয়ায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এবং কোরিয়া ফেডারেশন অব টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ-এর সহায়তায় আয়োজিত হয়েছিল। উত্তর-পূর্বাঞ্চলের বয়ন ঐতিহ্যকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার প্রচেষ্টার প্রশংসা করেছেন সিইও বিক্রম রায় মেধি।

তিনি জানান, প্রদর্শনীতে দেশীয় গর্বের ছোঁয়ায় মিস অরুণাচল তাবা জুমশি রাজ্যের সাংস্কৃতিক পরিচয় এবং শক্তির প্রতিনিধিত্ব করে শো স্টপার হিসেবে রেম্পে হেঁটেছিলেন।

‘সেলিব্রেটিং ইন্ডিয়া’ শীর্ষক প্রদর্শনীতে অরুণাচল প্রদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শিল্প, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা, বস্ত্র ও হস্তশিল্প এবং বাণিজ্য ও উন্নয়ন দফতরের মন্ত্রী ন্যাটো দুকাম; আইন, আইনসভা ও বিচার, সামাজিক ন্যায়বিচার, ক্ষমতায়ন ও উপজাতি বিষয়ক এবং ক্রীড়া ও যুব মন্ত্রী কেন্তো জিনি; বস্ত্র ও হস্তশিল্প কমিশনার মামুং তাইয়েং এবং বিভাগের অধিকৰ্তা দর্জি ফুন্টসো সহ রাজ্য সরকারের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande