জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণ, শোকস্তব্ধ মেদিনীপুর
মেদিনীপুর, ১০ নভেম্বর (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর তথা জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই তাঁর হৃদযন্ত্র বিকল হয় বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে
জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণ, শোকস্তব্ধ মেদিনীপুর


মেদিনীপুর, ১০ নভেম্বর (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর তথা জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই তাঁর হৃদযন্ত্র বিকল হয় বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সি এই প্রতিভাবান নৃত্যশিল্পী ও প্রশিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুরের বাসিন্দারা। শোকাহত তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande