শ্রীভূমির ফকিরাবাজার–নিলামবাজার সড়কে ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ
শ্রীভূমি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত ৪৮ নম্বর সুন্দরী এলপি স্কুলের কাছে দাসগ্রামে লঙ্গাই নদীর জলস্তর নেমে যাওয়ায় ওই সড়কে ফাটল ধরেছে। এছাড়া গত কয়েক বছরে বর্ষার মরশুমে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফকিরাবাজার–নিলামবাজার সড়কে
শ্রীভূমির ফকিরাবাজার–নিলামবাজার সড়কে ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ


শ্রীভূমি (অসম), ১০ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত ৪৮ নম্বর সুন্দরী এলপি স্কুলের কাছে দাসগ্রামে লঙ্গাই নদীর জলস্তর নেমে যাওয়ায় ওই সড়কে ফাটল ধরেছে। এছাড়া গত কয়েক বছরে বর্ষার মরশুমে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফকিরাবাজার–নিলামবাজার সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়কের আরও ক্ষয়ক্ষতি প্রতিরোধের স্বার্থে, ফকিরাবাজার-নিলামবাজার সড়কের ফকিরাবাজার থেকে দাসগ্রাম সেতু এবং দাসগ্রাম সেতু থেকে নয়াবাজার পর্যন্ত সড়কে সব ধরনের ভারী যানবাহন (মোট ১০ টনের ওপর) চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে পূর্ত বিভাগের শ্রীভূমি টেরিটরিয়াল ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande