
দিনহাটা, ১০ নভেম্বর ( হি. স.):-এসআইআরের মাঝেই সীমান্তে ফের ধরা পড়ল তিন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। রবিবার রাতে বিএসএফের ১৬৮ ব্যাটালিয়নের সাহেবগঞ্জ দলবাড়ি ক্যাম্পের জওয়ানরা টহল চলাকালীন এই তিন বাংলাদেশি সহ মোট পাঁচজনকে আটক করে। অভিযোগ, দুই ভারতীয় নাগরিকের সহায়তায় তারা সীমান্ত পেরোনোর চেষ্টা করছিল। সেই সময় হাতেনাতে ধরে ফেলে বিএসএফ।বিএসএফ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, নগদ টাকা ও কিছু নথি উদ্ধার করা হয়েছে। পরে তাদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালত তিন বাংলাদেশিকে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, “ধৃতরা রোহিঙ্গা বলে মনে হচ্ছে। নাম শুনেই বোঝা যাচ্ছে, এরা কোন উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল।” তিনি আরও দাবি করেন, সীমান্ত এলাকায় কিছু রোহিঙ্গা মুসলিম ভোটার কার্ড তৈরি করে বেআইনিভাবে বসবাস করছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়