
আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পশ্চিম থানায় এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ। তিনি জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
রবিবার রাতে বর্ডার গোলচক্কর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় দুটি দোকান ভাঙচুর ও এক ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে। উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এছাড়াও, র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)-এর একটি বাহিনী মোতায়েন করা হয় এবং রাতভর এলাকায় ফ্ল্যাগ মার্চ চলে।
এই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ। তিনি আরও জানান, “ঘটনাটি মূলত দুই দলের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে পরিণত হয়। এটি কোনও জাতিগত সংঘর্ষ নয়।” বর্তমানে বর্ডার গোলচক্কর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে পুলিশের সতর্ক দৃষ্টি বজায় রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ