
সাব্রুম (ত্রিপুরা), ১০ নভেম্বর (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের শ্যামসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার এক অনন্য দৃশ্যের সাক্ষী হল স্থানীয়রা। স্কুলে দীর্ঘদিন ধরে বিজ্ঞান শিক্ষকের পদ শূন্য থাকার প্রতিবাদে শিক্ষার্থীরা গেট তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়।
শিক্ষার্থীদের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা অভিযোগ করে, বিজ্ঞান শিক্ষক না থাকায় তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের অনেক শিক্ষার্থী জানিয়েছেন, প্রাইভেট টিউশনের সুযোগ তাদের নেই, ফলে নিয়মিত শিক্ষক ছাড়া তারা পাঠ্যসূচির সঙ্গে তাল মেলাতে পারছেন না।
এক প্রতিবাদকারী শিক্ষার্থী বলেন, “আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে বহুবার এই বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে।”
শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলে দ্রুত একজন যোগ্য বিজ্ঞান শিক্ষক নিয়োগের দাবি জানায়। তারা সতর্ক করেছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এই ঘটনার ফলে আবারও রাজ্যের গ্রামীণ এলাকার স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতির সমস্যা সামনে এল। শিক্ষার্থীরা শিক্ষা দফতরকে দ্রুত ব্যবস্থা নিতে এবং স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ