এসকফ কফ সিরাপ পাচারকাণ্ডে আগরতলা ও তেলিয়ামুড়ায় ক্রাইম ব্রাঞ্চের অভিযান
আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : এসকফ কফ সিরাপ পাচার মামলার তদন্তে বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোমবার আগরতলা ও তেলিয়ামুড়ায় কুখ্যাত চোরাচালানকারী মান্তু সাহার মালিকানাধীন তিনটি সম্পত্তিতে একযোগে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। ক্রাই
ত্রিপুরা পুলিশ


আগরতলা, ১০ নভেম্বর (হি.স.) : এসকফ কফ সিরাপ পাচার মামলার তদন্তে বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সোমবার আগরতলা ও তেলিয়ামুড়ায় কুখ্যাত চোরাচালানকারী মান্তু সাহার মালিকানাধীন তিনটি সম্পত্তিতে একযোগে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চ মান্তু সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

সূত্রের খবর, সম্প্রতি গ্রেফতার হওয়া দুই মূল অভিযুক্তের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। ধলেশ্বরের বাসিন্দা ও মূল হোতা অরুণ কুমার ঘোষ (৫৮) কলকাতা থেকে এবং তার সহযোগী হিমাংশু ঝা ওরফে সোনু (৩২) দিল্লি থেকে গ্রেফতার হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর পশ্চিম ত্রিপুরার জিরানিয়া রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেন থেকে উদ্ধার হয়েছিল ১,০৭,৮০০ শিশি এসকফ কফ সিরাপ—যা রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহত্তম উদ্ধার হিসেবে বিবেচিত। মাদকদ্রব্য হিসেবে এই কফ সিরাপের অপব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরেই।

এর আগে একই মামলায় আগরতলা থেকে রাজীব দাশগুপ্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মাদকবিরোধী সেল। এতে স্পষ্ট হয়েছে, এটি একটি বৃহত্তর আন্তঃরাজ্য চোরাচালান চক্রের অংশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande