বিএলও পদে তৃণমূলের শিক্ষক নেতাকে নিয়ে বিতর্ক মালদায়
মালদা, ১৩ নভেম্বর ( হি. স.): মালদায় নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে বিতর্ক ছড়াল। অভিযোগ, তৃণমূল শিক্ষক নেতা আশিস মণ্ডল বিএলও পদে থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। আশিসবাবু ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১০১ নম্বর বুথ
নিরপেক্ষতা নিয়ে বিজেপির প্রশ্ন


মালদা, ১৩ নভেম্বর ( হি. স.): মালদায় নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে বিতর্ক ছড়াল। অভিযোগ, তৃণমূল শিক্ষক নেতা আশিস মণ্ডল বিএলও পদে থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। আশিসবাবু ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১০১ নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত। তিনি ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলের শিক্ষক। বৃহস্পতিবার জানা গেছে, ৮ নভেম্বর তৃণমূল শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতি হন তিনি। এই দ্বৈত ভূমিকা নিয়েই উঠেছে নিরপেক্ষতার প্রশ্ন।

বিজেপির অভিযোগ, নির্বাচনের কাজে যুক্ত থেকে সরাসরি রাজনৈতিক পদে থাকা আইনবিরুদ্ধ। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই পক্ষপাতমূলক আচরণ বরদাস্ত করা হবে না, গ্রামে গ্রামে প্রতিবাদ হবে। আশিস মণ্ডল অবশ্য দাবি করেছেন, তিনি প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন নিয়মমাফিক। জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, “সব অভিযোগ ভিত্তিহীন, বিজেপি অযথা বিতর্ক তৈরি করছে।” ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande