
বাজারিছড়া (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত বাজারিছড়া থানার অধীন কাঁঠালতলি ওয়াচ পোস্টের পুলিশ কৰ্মীদের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২.৫০ কোটি টাকার গাঁজা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ মাছ বোঝাই টিআর ০৫ জে ১৮০৭ নম্বরের একটি বলেরো পিকআপ ত্রিপুরা থেকে বিকল্প সড়কে পাথারকান্দির (অসম) উদ্দেশ্যে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি কাঁঠালতলিতে পৌঁছলে পুলিশ গাড়িটি থামাতে সিগন্যাল দেয়। কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে গড়িটি। কাঁঠালতলি পুলিশ চেকপোস্টের ইনচার্জ কবির আহমেদ বড়ভুইয়াঁ দলবল নিয়ে অন্য গাড়ি নিয়ে পিকআপের পিছে ধাওয়া করেন। বলেরো পিকআপটি সোনাখিরা পুলিশ চেকপোস্টের ব্যারিকেডও ভেঙে দুরন্ত গতিতে ছুটতে থাকে। বেগতিক দেখে এক সময় বলেরো পিকআপকে সোনাখিরা রেলওয়ে ব্রিজের পাশে রেখে পালিয়ে গা ঢাকা দেয় চালক ও সহচালক।
ইত্যবসরে পাথারকান্দি থেকে ছুটে যান পুলিশ সুপার অনির্বাণ শর্মা, বাজারিছড়া থানার ওসি আনন্দ মেধি, এসআই প্রভাকর চৌধুরী। তাঁরা বলেরো পিকআপ ভ্যান থেকে মাছ ছাড়া বরফ ভরতি বেশ কয়েকটি কার্টুন থেকে ছোট-বড় প্যাকেটে প্রায় পাঁচ কুইন্টাল শুকনো গাঁজা উদ্ধার করেন।
পুলিশ অফিসার জানিয়েছেন, নিষিদ্ধ গাঁজা পাচারে ব্যবহৃত বলেরো পিকআপ ভ্যানের মালিককে খুঁজে বের করা হবে। ইত্যবসরে এ ব্যাপারে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে, জানিয়েছেন পুলিশ অফিসার।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস