
মুর্শিদাবাদ, ১৩ নভেম্বর ( হি. স.): মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদল অঞ্চলে ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে দ্বারকা নদীর ধারে সুর থালি গ্রামের কাছে একটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ। ঘটনার পরই বৃহস্পতিবার সকাল থেকে সাদল গ্রাম জুড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। জেলা পুলিশের ডগ স্কোয়াডের সহায়তায় বিভিন্ন বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে কয়েকটি বাড়ি থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ও সার্কেল ইন্সপেক্টর সৌম্য বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশাল পুলিশবাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পাশাপাশি, এলাকায় আরও বোমা মজুত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের অনুমান, আসন্ন নির্বাচনের আগে নাশকতার উদ্দেশ্যে এই বোমাগুলি জমা করা হচ্ছিল। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়