
হাওড়া, ১৫ নভেম্বর, (হি.স.): টিকিয়াপাড়ার ইস্ট ওয়েস্ট বাইপাসের সরকারি দফতরে এসআইআর-এর ডিজিটাল ডেটা এন্ট্রির প্রশিক্ষণ নিতে গিয়ে শনিবার বিক্ষোভ দেখান বিএলওরা।
ডেটা এন্ট্রির প্রশিক্ষণ দেওয়ার জন্য হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের ১৭২ নম্বর বিধানসভার ২৪০ জন বিএলও-র শুক্রবার প্রশিক্ষন ছিলো টিকিয়াপাড়ার ওই সরকারি দফতরে। আর ওখানে ওই প্রশিক্ষন নিতে গিয়ে আপত্তি জানিয়েছেন বিএলও-রা। তাঁরা দাবি করেন, এত দ্রুত এই প্রশিক্ষন নেওয়া সম্ভব নয়। একবার হাতে লিখে, একবার ডিজিটালে ডেটা এন্ট্রি করার মতো এত চাপ তাঁরা নিতে পারবেন না। তাছাড়া অনেক বয়স্ক বিএলও রয়েছেন যাঁরা এত প্রযুক্তি জানেন না। তাঁরা এই কাজ করতে সমস্যায় পড়ছেন। পাশাপাশি প্রচুর ফর্ম দিয়ে তাঁদের দ্রুত সেই ফর্ম নির্বাচন কমিশনে জমা দিতে বলা হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে রোজ নতুন নতুন নির্দেশ দিয়ে রাত পর্যন্ত তাঁদের কাজের চাপ দেওয়া হচ্ছে বলে এদিন বিক্ষোভ দেখান বিএলও-রা।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত