
পাথারকান্দি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : পাচারের পথে পাথারকান্দির মুণ্ডমালা বাইপাসে দুটি বাঁশ বোঝাই লরি বাজেয়াপ্ত করেছে শ্ৰীভূমি জেলার অন্তর্গত দোহালিয়া বন বিভাগ।
জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে দোহালিয়া রেঞ্জ ফরেস্ট অফিসার প্রদীপ বারৈয়ের নেতৃত্বে বিট অফিসার মাকসুদ আহমেদ লস্কর, বনকর্মী দিলোয়ার হোসেন সহ অন্যান্য বনকর্মীরা পাথারকান্দির মুণ্ডমালা বাইপাসে ওৎ পেতে বসেন। মধ্য রাতে রাঙামাটি থেকে শ্রীভূমিগামী দুটি বাঁশ বোঝাই লরি আটক করেন তাঁরা। দুটি লরিতে প্রায় চার হাজারটি বনজসম্পদ বাঁশ ছিল। বাজেয়াপ্তকৃত বাঁশ বোঝাই দুটি লরিকে রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বাঁশগুলির কোনও বৈধ নথি দেখাতে পারেননি দুই লরি চালক। এদিকে মুচলেকা নিয়ে বাঁশ বোঝাই দুটি লরি চালককে মুক্ত করা হয়েছে।
বন দফতর সূত্রে জানা গেছে, বাজেয়াপ্তকৃত বাঁশগুলির মালিক জনৈক আবদুল হান্নান। এর আগে দুই দফায় প্ৰায় ছয় হাজার অবৈধ বাঁশ বাজেয়াপ্ত করেছিলেন লোয়াইরপোয়া রেঞ্জের বনকর্মীরা।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস