সন্ত্রাস ও দুর্নীতি দমন করলে এরাজ্যে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, দাবি রাজ্যপাল বোসের
কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিক সন্ত্রাস ও দুর্নীতি দমন করলেই এরাজ্যে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। রাজ্যপাল বলেন, বিহ
উলুবেড়িয়াকাণ্ডে ক্ষুব্ধ রাজ্যপাল বোস, চিকিৎসকদের সহমর্মী


কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিক সন্ত্রাস ও দুর্নীতি দমন করলেই এরাজ্যে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শনিবার রাজভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। রাজ্যপাল বলেন, বিহারে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গে অতীতে ভোটে হিংসার নজির রয়েছে। হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

বিহারের মতো বাংলাতেও জনতা এই পদ্ধতি ভালোভাবে গ্রহণ করবেন এবং তাতে নির্বাচনও ভালোভাবে হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande