ভোপালে ২.২৫ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার যুবক
ভোপাল, ১৪ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ভোপালে নিজের ঘরেই জাল নোট ছাপিয়ে বাজারে ছড়ানোর চেষ্টা করছিল এক যুবক। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে উদ্ধার করেছে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট এবং নোট তৈরির পুরো সরঞ্জাম। অভিযুক্ত আগে প্রিন্টিং প্রেসে
ভোপালে ২.২৫ লক্ষ টাকার জাল নোটসহ গ্রেফতার যুবক


ভোপাল, ১৪ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ভোপালে নিজের ঘরেই জাল নোট ছাপিয়ে বাজারে ছড়ানোর চেষ্টা করছিল এক যুবক। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে উদ্ধার করেছে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট এবং নোট তৈরির পুরো সরঞ্জাম। অভিযুক্ত আগে প্রিন্টিং প্রেসে কাজ করত, সেই অভিজ্ঞতাই ব্যবহার করছিল নকল নোট তৈরি করতে।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান, শুক্রবার সন্ধ্যায় খবর আসে শান্তিনগর ঝুপড়ি বস্তি এলাকায় এক যুবক নকল নোট চালানোর চেষ্টা করছে। পুলিশ ঘেরাও করে তাকে ধরার পর তার কাছ থেকে ৫০০ টাকার ২৩টি জাল নোট পাওয়া যায়। অভিযুক্তের নাম বিবেক যাদব। জেরা করে সে জানায়, বাড়িতেই কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার ব্যবহার করে নকল নোট ছাপত।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার আরও ৪২৮টি জাল নোট উদ্ধার হয়। মোট জাল নোটের পরিমাণ ২,২৫,৫০০ টাকা। পাশাপাশি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং নোট তৈরির অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, বিবেক কতদিন ধরে এই কাজ করছিল এবং জাল নোট আগেই বাজারে ছড়িয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande