
মির্জাপুর, ১৬ নভেম্বর (হি.স.) : মাত্র ১২ বছরের ধিরাজ। সকালে বাড়ি থেকে হাঁটতে বেরিয়েছিল গ্রামের পাহাড়ের দিকের রাস্তায়। কয়েক মুহূর্ত পরে মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চিরতরে থেমে গেল তার জীবন। রবিবার উত্তর প্রদেশের মির্জাপুর জেলার পাদ্রি থানার অন্তর্গত টিগোদা গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
এক পুলিশ আধিকারিক জানান, রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি ধিরাজকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর মুহূর্তে উত্তেজিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাঁরা ট্রাক্টর চালককে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ট্রাক্টর সহ চালককে আটক করেছে পুলিশ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য