আপডেট...বিধ্বংসী অগ্নিকাণ্ড গুয়াহাটির ভরলুমুখ পোস্ট অফিস বিল্ডিঙে, হত দম্পতি
গুয়াহাটি, ১৬ নভেম্বর (হি.স.) : গুয়াহাটির মালিগাঁওয়ে ৮ নম্বর গেট এলাকায় ভরলুমুখ পোস্ট অফিস-বিল্ডিঙের তৃতীয় তলায় বিধ্বংসী আগুনে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে নিহতদের নাম দেব চৌধুরী (৪২) এবং তাঁর স্ত্রী পম্পি চৌধুরী। জান
মালিগাঁওয়ে ভরলুমুখ পোস্ট অফিস-বিল্ডিঙের তৃতীয় তলায় বিধ্বংসী আগুন


গুয়াহাটি, ১৬ নভেম্বর (হি.স.) : গুয়াহাটির মালিগাঁওয়ে ৮ নম্বর গেট এলাকায় ভরলুমুখ পোস্ট অফিস-বিল্ডিঙের তৃতীয় তলায় বিধ্বংসী আগুনে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে নিহতদের নাম দেব চৌধুরী (৪২) এবং তাঁর স্ত্রী পম্পি চৌধুরী। জানা গেছে, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্ৰপাত এবং দম্পতির মর্মান্তিক মৃত্যু।

পোস্ট অফিস-বিল্ডিঙের তৃতীয় তলায় পরিবার-পরিজন নিয়ে থাকেন দেব চৌধুরী। আজ (রবিবার) তাঁদের সাত বছরের কন্যাসন্তানের জন্মদিন পালন করতে প্রস্তুতি নিচ্ছিলেন চৌধুরী দম্পতি। ঘরে রাঁধুনিকে নিয়ে পম্পি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দুপুরের দিকে আচমকা রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়।

তিন তলায় সংঘটিত অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন নিয়ে ছুটে যায় অগ্নিনির্বাপক বাহিনী। তাঁরা ঘরের ভিতরে আগুন ও ধোঁয়ার কবলে আবদ্ধ দেব-দম্পতিকে উদ্ধার করতে ঝাঁপান। এক সময় তাঁদের উদ্ধার করা হয় প্ৰায় ১০০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায়। তাঁদের নিয়ে যাওয়া হয় গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন।

ঘরের ভেতরে দেব চৌধুরী ও তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন আরও কয়েকজন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অন্যরা ছোট্ট মেয়েকে ঘর থেকে দ্রুত বেরিয়ে যান। আগুনে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্ৰণে আনতে অগ্নিনিৰ্বাপক বাহিনীর কয়েক ঘণ্টা লেগেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande