কলাইকুণ্ডায় হাতির তান্ডব, ব্যাপক ক্ষতি ফসলের
কলাইকুণ্ডা, ১৬ নভেম্বর (হি.স.): রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় ধানক্ষেতে ১০টি বন্য হাতির একটি বিশাল পাল প্রবেশ করে। কলাইকুণ্ডার নেংরাশুলি-বাঁশপাত্রি সড়ক পার করে হাতিগুলি আশেপাশের গ্রামগুলিতে তাণ্ডব চালায়। হাতির আকস্মিক হা
কলাইকুণ্ডায় হাতির তান্ডব, ব্যাপক ক্ষতি ফসলের


কলাইকুণ্ডা, ১৬ নভেম্বর (হি.স.): রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় ধানক্ষেতে ১০টি বন্য হাতির একটি বিশাল পাল প্রবেশ করে। কলাইকুণ্ডার নেংরাশুলি-বাঁশপাত্রি সড়ক পার করে হাতিগুলি আশেপাশের গ্রামগুলিতে তাণ্ডব চালায়। হাতির আকস্মিক হানায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গ্রামবাসীদের মতে, হাতিগুলি বেশ কয়েকটি ধানক্ষেত মাড়িয়ে দেয়। প্রচুর ফসল নষ্ট হয়ে যায়, যার ফলে কৃষকদের ভয়াবহ ক্ষতি হয়। সেই সন্ধ্যায় মাঠে কাজ করছিল গ্রামবাসীরা। প্রাণ বাঁচাতে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলিকে জঙ্গলে ফিরিয়ে আনার চেষ্টা করে। তবে, পালটি ঘুরে বেড়াতে থাকে, যার ফলে তাদের নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে।

গ্রামবাসীরা বলছেন যে গত কয়েকদিন ধরে হাতির হামলা বেড়েছে, কিন্তু বন বিভাগ পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেনি। বন বিভাগ এখন অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বর্তমানে, হাতির পাল পুরোপুরি বনে ফিরে আসেনি, যার ফলে এলাকায় ভয় ও উদ্বেগের পরিবেশ রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande