জাতীয় সড়কে দুটি হরিণের মৃতদেহ উদ্ধার
জলপাইগুড়ি, ১৬ নভেম্বর (হি.স.): গরুমারা জাতীয় উদ্যান এবং লাটাগুড়ি বনাঞ্চলের মধ্যবর্তী জাতীয় সড়কে দুটি হরিণের মৃতদেহ উদ্ধার হল। রবিবার ভোরে বন দফতর দুটি হরিণের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে বন দফতরের অনুমান, গাড়ির ধাক্কায় হরিণ দুটির মৃত্য
জাতীয় সড়কে দুটি হরিণের মৃতদেহ উদ্ধার


জলপাইগুড়ি, ১৬ নভেম্বর (হি.স.): গরুমারা জাতীয় উদ্যান এবং লাটাগুড়ি বনাঞ্চলের মধ্যবর্তী জাতীয় সড়কে দুটি হরিণের মৃতদেহ উদ্ধার হল। রবিবার ভোরে বন দফতর দুটি হরিণের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে বন দফতরের অনুমান, গাড়ির ধাক্কায় হরিণ দুটির মৃত্যু হতে পারে।

জানা গেছে, দুটি হরিণ এর মধ্যে একটি সম্বর ও অন্যটি বার্কিং ডিয়ার প্রজাতির। দুটিই স্ত্রী। মৃতদেহ দুটি উদ্ধার করে লাটাগুড়ির প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

গরুমারা বন্যপ্রাণ বিভাগের এক আধিকারিক জানান, আমরা ঘটনার তদন্ত করছি। বনাঞ্চলের মধ্যবর্তী জাতীয় সড়কে যানবাহন চলাচলের গতি নিয়ন্ত্রণে রাখতে বারবার বলা হয়ে থাকে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়। ময়নাতদন্তের পর হরিণ দুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande