জাতীয় প্রেস দিবসে ডিমা হাসাও জেলার কর্মরত সাংবাদিকদের সরকারি সংবর্ধনা
হাফলং (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : জাতীয় প্রেস দিবসে ডিমা হাসাও জেলার সাংবাদিকদের সরকারিভাবে সংবর্ধনা জানিয়েছে ডিমা হাসাও জেলা তথ্য ও জনসংযোগ বিভাগ। আজ রবিবার হাফলং সোনারাম থাওসেন মিডিয়া সেন্টারে জাতীয় প্রেস দিবসের আয়োজন করা হয় তথ্য ও জনসংযোগ বিভা
হাফলঙে জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠান


হাফলং (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : জাতীয় প্রেস দিবসে ডিমা হাসাও জেলার সাংবাদিকদের সরকারিভাবে সংবর্ধনা জানিয়েছে ডিমা হাসাও জেলা তথ্য ও জনসংযোগ বিভাগ।

আজ রবিবার হাফলং সোনারাম থাওসেন মিডিয়া সেন্টারে জাতীয় প্রেস দিবসের আয়োজন করা হয় তথ্য ও জনসংযোগ বিভাগ (হিলস)-এর উদ্যোগে। জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠানে এদিন ডিমা হাসাও জেলার কর্মরত সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করেছেন তথ্য ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত অধিকর্তা দিনানাথ লয়িং।

জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও জনসংযোগ বিভাগের উপ-অধিকর্তা পূরবী ফংলো, এসডিআইপিআরও রিজিত কাছাড়ি নুনিসা, জেলার বরিষ্ঠ সাংবাদিক অনুপ বিশ্বাস, হাফলং প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব দেব, ইন্দ্রনীল দত্ত, সামসুল আলম, প্রশান্ত ভট্টাচার্য, ডিমা হাসাও জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল সিং, হাফলং প্রেস ক্লাবের সভাপতি এলকে হেংনা প্রমুখ।

এবার জাতীয় প্রেস দিবসের আলোচনার মূল বিষয় ছিল ‘ক্রমবর্ধমান ভুল তথ্যের মধ্যে সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষা করা’। এই বিষয়ের ওপর বক্তব্য পেশ করেন বরিষ্ঠ সাংবাদিক অনুপ বিশ্বাস, এলকে হেংনা, সাংবাদিক বিপ্লব দেব, নির্মল সিং, সামসুল আলম, বিশাল জইশি, বিরাজ নাগ, স্বদেব হাসামসা। সভায় উপস্থিত সব বক্তা সংবাদ মাধ্যমে সঠিক ও নীতিগত প্রতিবেদনের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande