
তিনসুকিয়া (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : তিনসুকিয়া জেলা সদরের পার্শ্ববর্তী হিজুগুড়িতে নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশনের কাছে জম্মু ও কাশ্মীরের ৪৪ জনের একটি দলকে স্থানীয় বাসিন্দারা আটক করেছেন। অরুণাচল প্রদেশের সংবেদনশীল সীমান্ত জেলাগুলির দিকে বহিরাগত শ্রমিকদের ক্রমবর্ধমান গতিবিধির পরিপ্রেক্ষিতে স্থানীয়রা তাদের ধরেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের কাছে জানা গেছে, অমৃতসর এক্সপ্রেসে করে এই দল তিনসুকিয়ায় পৌঁছে। বিশাল দল দেখে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করা হলে তাদের মধ্যে কেউ কেউ দাবি করে যে তারা বৈদ্যুতিক টাওয়ার-সম্পর্কিত কাজের জন্য রোয়িং (অরুণাচল প্রদেশ) যাচ্ছে, আবার অন্যরা বলে, তারা নাকি ডিব্রুগড় (অসম) যাচ্ছে। এর মধ্যে আবার কয়েকজন তাদের গন্তব্য হিসেবে ভারত-চীন সীমান্তবর্তী জেলা আনিনির কথা বলে।
পৃথক পৃথক ভাষ্যে স্থানীয়দের সন্দেহ গভীর হলে তারা সাধারণ পুলিশ এবং রেলওয়ে পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করে এদের গতিবিধি এবং উদ্দেশ্য সম্পর্কে তদন্তের অনুরোধ জানিয়েছেন। সে অনুযায়ী পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
প্ৰসঙ্গত, দিনকয়েক আগে অসমের শোণিতপুর জেলা সদর তেজপুরে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। সেদিন তেজপুরে বাংলাদেশি শ্রমিকের একটি বড় দলকে পুলিশ আটক করেছিল। ওই দলও তাদের স্বীকারোক্তিতে বলেছিল, তারা শ্রমিক হিসেবে কাজ করার জন্য তাওয়াং (অরুণাচল প্রদেশ) যাচ্ছে। উল্লেখ্য, কৌশলগতভাবে তাওয়াং একটি সংবেদনশীল সীমান্ত অঞ্চল।
অরুণাচল প্রদেশের তাওয়াং, আনিনি এবং রোয়িং-এর মতো অবস্থানের দিকে জম্মু ও কাশ্মীর থেকে শ্রমিকের নামে যাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের পরিপ্রেক্ষিতে সন্দেহের জন্ম দিয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসা, এত দূর, জম্মু ও কাশ্মীর থেকে দলে দলে শ্রমিকদের কেন সীমান্তের কাছে কাজের জন্য আনা হচ্ছে? উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে তো স্থানীয় কর্মী তথা শ্রমিক রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস