দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত আমিরকে আদালতে পেশ, ১০ দিনের হেফাজতে পেল এনআইএ
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): দিল্লিতে গাড়িতে বিস্ফোরণ মামলার তদন্তে বিস্ফোরণ হওয়া গাড়ির চালক উমর উন-নবির মূল সহযোগীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃত আমির রাশিদ আলিকে সোমবার দিল্লির পাটিয়ালা হাউস আদালতে পেশ করা হয়। তা
দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত আমিরকে আদালতে পেশ, ১০ দিনের হেফাজতে পেল এনআইএ


নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): দিল্লিতে গাড়িতে বিস্ফোরণ মামলার তদন্তে বিস্ফোরণ হওয়া গাড়ির চালক উমর উন-নবির মূল সহযোগীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃত আমির রাশিদ আলিকে সোমবার দিল্লির পাটিয়ালা হাউস আদালতে পেশ করা হয়। তাকে ১০ দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য, রবিবারই আমিরকে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারীদের দাবি, উমরকে সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িটি জোগাড় করে দিয়েছিল আমিরই। শুধু তা-ই নয়, দেশের বিভিন্ন শহরে ধারাবাহিক বোমা হামলার ছক কষতে উমরকে সাহায্যও করেছিল ওই ব্যক্তি। জানা গিয়েছে, বার কয়েক হাতবদলের পর শেষবার ‘ঘাতক’ গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছিল এই আমিরেরই নামে। হরিয়ানার এক ব্যক্তির কাছ থেকে গাড়িটি কিনে উমরের হাতে তুলে দিয়েছিল সে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande