
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): সৌদি আরবের মদিনার কাছে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কায় আগুন লেগে বহু তীর্থযাত্রী পুড়ে মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই ভারতের নাগরিক এবং তাঁদের মধ্যে বেশ কয়েক জন হায়দরাবাদের বাসিন্দা। অন্তত ৪২ জন ভারতের নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
হায়দরাবাদের সাংসদ এআইএমআইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটে যোগাযোগ করেছেন তিনি। যে দুই ট্রাভেল এজেন্সির সঙ্গে ওই পুণ্যার্থীরা সৌদি গিয়েছিলেন, তাদের সঙ্গেও কথা বলেন সাংসদ।
আসাদুদ্দিন জানান, রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ও জেড্ডায় যোগাযোগ করেছেন তিনি। ওয়াইসি বলেন, হায়দরাবাদের দু’টি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছি। বিস্তারিত জানিয়ে রিয়াধ দূতাবাস ও জেড্ডায় কনস্যুলেটের সঙ্গে শেয়ার করেছি। আমি ভারত সরকার, বিশেষ করে বিদেশমন্ত্রীর কাছে আবেদন জানাব, মৃতদেহগুলি ফেরানোর ব্যবস্থা করা হোক। কেউ আহত হলে সেখানে তাঁকে চিকিৎসা করানোরও ব্যবস্থা করার অনুরোধ রইল আমার।
উল্লেখ্য, মক্কা থেকে মদিনা যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ জনের। মৃতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছে। এখনও অবধি যা খবর, ২০ জন মহিলা, ১১ জন শিশু–সহ কমপক্ষে ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, যখন সেই দুর্ঘটনা ঘটে, বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-ও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ