লালা লাজপত রায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : লালা লাজপত রায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি এই প্রসঙ্গে সোমবার লিখেছেন যে, - ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান নেতা, নির্ভীক দে
লালা লাজপত রায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : লালা লাজপত রায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি এই প্রসঙ্গে সোমবার লিখেছেন যে, - ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান নেতা, নির্ভীক দেশপ্রেমিক, 'পঞ্জাব কেশরী ' লালা লাজপত রায় - এর প্রয়াণ দিবসে তাঁকে প্রণাম জানাই।

উল্লেখ্য, ১৮৬৫ সালের ২৮ জানুয়ারি পাঞ্জাবে লালা লাজপত রায়ের জন্ম। ভারতের জাতীয় কংগ্রেস দলের অন্যতম নেতা ও ছিলেন। বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল এর সঙ্গে তিনি - 'লাল - বাল - পাল নামেই খ্যাতির শিখরে ছিলেন তিনি ।একযোগে উচ্চারিত তিনজন। ওই তিন নেতৃত্ব বরাবর ভারতে সর্বপ্রথম ব্রিটিশদের থেকে দেশের স্বাধীনতার দাবি করেন। এরপর স্বামী দয়ানন্দ সরস্বতীর সঙ্গে তিনি আর্য সমাজকে পাঞ্জাবে জনপ্রিয় করে তুলেছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande