ওটিপি নিয়ে ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা নির্বাচন কমিশনের
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): সাইবার অপরাধের আবহে ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন। সোমবার লিখিত ভাবে নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি এসআইআরে (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন) কোনও ব্যক্তির থেকে কখনও মোবাইলে ‘ওটিপি’ (এককালীন পাসওয়ার্ড)
ওটিপি নিয়ে ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা নির্বাচন কমিশনের


কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): সাইবার অপরাধের আবহে ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন। সোমবার লিখিত ভাবে নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি এসআইআরে (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন) কোনও ব্যক্তির থেকে কখনও মোবাইলে ‘ওটিপি’ (এককালীন পাসওয়ার্ড) পাঠানো হচ্ছে না বা হবেও না। ভারতের নির্বাচন কমিশন অথবা মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর কারও থেকে কখনও সেই ওটিপি এসআইআর বা ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কোনও কাজে চাইবেও না। ফলে এ ব্যাপারে প্রত্যেককে সতর্ক থাকার আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে এসআইআর চালু হওয়ার পর এনুমারেশন ফর্ম বিলি চলছে পুরোদমে। আর সেই ফর্ম ভরতে গিয়ে অনেকেই অসুবিধার মুখে পড়ছেন। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল যে যার মতো সহায়তা শিবির খুলেছে। এর মাঝেই আবার বিভিন্ন জায়গা থেকে ভোটারদের ওটিপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বারাসতের কদম্বগাছি এলাকায় এমনই কয়েকজন জালিয়াতের খোঁজ পাওয়া যায়। কোথাও আবার বিএলও পরিচয় দিয়ে ওটিপি হাতানোর অভিযোগ উঠেছে। সেই আবহে ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande