সৌদিতে দুর্ঘটনায় স্তব্ধ রিজিজু, সমস্ত সহায়তার আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর
নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪২ জন ভারতীয় উমরাহযাত্রী। তাঁদের অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভয়াবহ এই দুর্ঘটনায় স্তম্ভিত কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু
সৌদিতে দুর্ঘটনায় স্তব্ধ রিজিজু, সমস্ত সহায়তার আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর


নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪২ জন ভারতীয় উমরাহযাত্রী। তাঁদের অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভয়াবহ এই দুর্ঘটনায় স্তম্ভিত কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এক্স মাধ্যমে তিনি জানিয়েছেন, সৌদি আরবের মদিনা-মক্কা হাইওয়েতে ভারতীয়দের মৃত্যুতে শোকস্তব্ধ ও ব্যথিত। দূতাবাসের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।

উল্লেখ্য, মক্কা থেকে একটি বাসে উমরাহযাত্রীরা মদিনায় যাচ্ছিলেন। সোমবার ভোররাতে মুফরিহাটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর তীব্রতা এত প্রবল ছিল যে বাসটিতে আগুন ধরে যায়। ঘুমের মধ্যে বেঘোরে প্রাণ হারান ৪২ জন। তাঁদের অধিকাংশই শিশু ও মহিলা বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন উদ্ধারকারী দলের সদস্যরা। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande