পাহাড়ে কেন্দ্রের নিযুক্ত ‘মধ্যস্থতাকারী’ নিয়ে মোদীকে মমতার চিঠি
কলকাতা, ১৭ নভেম্বর, (হি.স.): পাহাড়ে কেন্দ্রের নিযুক্ত ‘মধ্যস্থতাকারী’ কাজ শুরু করেছেন সম্প্রতি। আর এই বিষয়টি সম্পূর্ণ ‘অসাংবিধানিক’ বলে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ কর
মোদী ও মমতা


কলকাতা, ১৭ নভেম্বর, (হি.স.): পাহাড়ে কেন্দ্রের নিযুক্ত ‘মধ্যস্থতাকারী’ কাজ শুরু করেছেন সম্প্রতি। আর এই বিষয়টি সম্পূর্ণ ‘অসাংবিধানিক’ বলে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, গত ১০ নভেম্বর থেকে কেন্দ্রের নিযুক্ত মধ্যস্থতাকারী স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে কাজ শুরু করেছেন, সেই খবর অত্যন্ত বিস্ময়কর ও হতাশাজনক। রাজ্যের আবেদন কার্যত উড়িয়ে, কোনও প্রত্যুত্তর না দিয়ে কেন্দ্র যে ফের একতরফা সিদ্ধান্ত কার্যকর করল, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে চিঠিতে মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত মাসে দেশের প্রাক্তন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে দার্জিলিং ও তরাই-ডুয়ার্সের ইন্টারলোকুটর বা মধ্যস্থতাকারীর (সমন্বয় রক্ষাকারী) দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যায়, এই সমস্ত এলাকায় গোর্খাদের দীর্ঘদিনের দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়োগ করা হয়েছে রাজস্থান ক্যাডারের এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে। তিনি একজন অভিজ্ঞ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ। সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।

কিন্তু এই নিয়োগের আগে নবান্নের সঙ্গে নয়াদিল্লির কোনও আলোচনা হয়নি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এতে পাহাড়ে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কাও করেছিলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে ঘিরে আবারও কেন্দ্র-রাজ্য বড়সড় সংঘাতে জড়াল বলে মত ওয়াকিবহাল মহলের। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর অনুরোধ, পঙ্কজ কুমার সিংয়েরর নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করা হোক।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande