জেলার সব নাগরিককে ‘স্মার্ট অসম’ অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের আহ্বান শ্রীভূমি প্রশাসনের
শ্রীভূমি (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলার সব নাগরিক, সরকারি আধিকারিক-কর্মচারী এবং ফ্রন্টলাইন কর্মীদের স্মার্ট অসম (Smart Axom) মোবাইল অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন। অসম
জেলার সব নাগরিককে ‘স্মার্ট অসম’ অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের আহ্বান শ্রীভূমি প্রশাসনের


শ্রীভূমি (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলার সব নাগরিক, সরকারি আধিকারিক-কর্মচারী এবং ফ্রন্টলাইন কর্মীদের স্মার্ট অসম (Smart Axom) মোবাইল অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন।

অসম সরকার কর্তৃক উন্নীত এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম রাজ্যব্যাপী রিয়েল-টাইম সতর্কতা ও প্রারম্ভিক দুর্যোগ সতর্কীকরণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। স্মার্ট অসম অ্যাপটি দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতি বাড়াতে একটি পূর্ণাঙ্গ, নাগরিকবান্ধব সুবিধা প্রদান করে। অ্যাপটিতে রিলিফ সেন্টার, চিকিৎসা সুবিধা এবং জরুরি সহায়তা কেন্দ্রগুলির জিপিএস নির্ভর অবস্থান দেখার সুবিধা রয়েছে, যার মাধ্যমে সংকটের সময় নাগরিকরা দ্রুত নিকটতম সহায়তা কেন্দ্রে পৌঁছাতে পারবেন।

জিও স্পেশাল নেভিগ্যাশন টুলের মাধ্যমে নিকটবর্তী ত্রাণ সুবিধায় সহজেই যাওয়ার নির্দেশনা পাওয়া যায়। অ্যাপটিতে বৃষ্টিপাত, আর্দ্রতা ও তাপমাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ভিজ্যুয়াল আকারে উপলব্ধ, যা নাগরিকদের সর্বদা সাম্প্রতিক বর্তমান আবহাওয়ার অবস্থা সম্পর্কে সচেতন থাকতে সহায়তা করে। পাশাপাশি জরুরি হেল্পলাইন নম্বর, গুরুত্বপূর্ণ পরিকাঠামোর তথ্য সহ প্রয়োজনীয় যোগাযোগ ক্ষেত্রসমূহও এতে অন্তর্ভুক্ত রয়েছে, যাতে যে কোনও আপৎকালীন মুহূর্তে দ্রুত সহায়তা পাওয়া যায়।

আজ সোমবার জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জেনানো হয়েছে, জেলা প্রশাসন চায় যাতে সকলেই সতর্ক, সচেতন ও দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পারেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে-স্টোর এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপল অ্যাপ স্টোরে Smart Axom সার্চ করে অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করা যাবে। মোবাইল নম্বর দিয়ে সহজ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেই ব্যবহার শুরু করা যাবে। সমবেত সচেতনতা, নাগরিক সহযোগিতা এবং সক্রিয় প্রস্তুতি শ্রীভূমি জেলার দুর্যোগ মোকাবিলা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেছে জেলা প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande