
শিলিগুড়ি, ১৭ নভেম্বর (হি.স.) : সোমবার সকালে শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে আরও একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে মাটিগাড়া পঞ্চকালগুড়িতে একটি দোকান থেকে হঠাৎ আগুনের শিখা উঠতে দেখা যায়। দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। দমকল এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয়। দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় বাসিন্দারা বলছেন, সময়মতো আগুন নিয়ন্ত্রণ না করা হলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারত।
হিন্দুস্থান সমাচার / সোনালি