
উত্তর দিনাজপুর, ১৭ নভেম্বর (হি.স.): দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার। প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। সোমবার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রিঙ্কুয়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অবরোধের জেরে সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়েছিল এলাকায়। পরে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ইসলামপুর ব্লকের তিনপুল থেকে মাটিকুন্ডা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তা বহু দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। প্রায় দেড় বছর আগে রাস্তাটি মেরামতের কাজ শুরু হয়েছিল। কিন্তু সেই কাজ মাঝপথে হঠাৎই থমকে গিয়েছে। সেই কারণেই ক্ষুব্ধ জনতা রিঙ্কুয়া বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় নেতা, ঠিকাদার এবং বিডিও-কে একাধিক বার সমস্যার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, বলে অভিযোগ গ্রামবাসীদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ