
কুলপি, ১৮ নভেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে পাওনাদারদের চাপে আত্মহত্যার পথ বেছে নিলেন এক যুবক। মৃতের নাম মহাদেব হালদার। সোমবার রাতে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। মঙ্গলবার সকালে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে কুলপি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহাদেবের দাদা গোষ্ঠ হালদার এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ধার নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক। দাদার খোঁজ না পেয়ে পাওনাদাররা সেই টাকা আদায়ের জন্য মহাদেবের উপর চাপ দিচ্ছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, এই আর্থিক চাপ ও মানসিক যন্ত্রণার জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন মহাদেব। ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা