স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.): স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে স্ত্রীকে খুন করেছিল স্বামী। অবশেষে গ্রেফতার করা হয়েছে তাকে। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, দিন পাঁচেক আগে মুম্বই-বরোদা হাইওয়ের পাশ থেকে উদ্ধার হয় বছর
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে


মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.): স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে স্ত্রীকে খুন করেছিল স্বামী। অবশেষে গ্রেফতার করা হয়েছে তাকে। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, দিন পাঁচেক আগে মুম্বই-বরোদা হাইওয়ের পাশ থেকে উদ্ধার হয় বছর পঁচিশের এক তরুণীর দেহ। তদন্ত শুরু করে তাঁর পরিচয় জানতে পারে পুলিশ। সোমবার রাতে মহারাষ্ট্র এবং গুজরাতের সীমানা এলাকা থেকে গ্রেফতার করা হয় নিহত তরুণীর স্বামী, সাকিরালি মুস্তাফালি মনসুরি নামে ৪৩ বছরের ওই ব্যক্তিকে।

জানা গেছে, আদতে উত্তর প্রদেশের বাসিন্দা মনসুরি পেশায় গাড়ি চালক। সুরাটে থাকত সে। পুলিশকে সে জানিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে মনে করত সে। স্ত্রীরই ওড়না গলায় পেঁচিয়ে গত ১৩ নভেম্বর তাকে খুন করে সে। এর পরে হাইওয়ের ধারে তরুণীর দেহ ফেলে আসে মনসুরি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande