গ্রেফতারের পর আদালতে পেশ, আনমোল ১১ দিনের এনআইএ হেফাজতে
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ছোট ভাই আনমোল বিশ্নোই ওরফে ভানুকে ১১ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠালো দিল্লির পাটিয়ালা হাউস আদালত। আনমোল বিশ্নোই ওরফে ভানুকে বুধবার আমেরিকা থেকে ভারতে আনা হয়। মহারাষ্ট্রের প্রাক্তন
গ্রেফতারের পর আদালতে পেশ, আনমোল ১১ দিনের এনআইএ হেফাজতে


নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ছোট ভাই আনমোল বিশ্নোই ওরফে ভানুকে ১১ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠালো দিল্লির পাটিয়ালা হাউস আদালত। আনমোল বিশ্নোই ওরফে ভানুকে বুধবার আমেরিকা থেকে ভারতে আনা হয়। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনে অন্যতম অভিযুক্তও সে। গত বছর আমেরিকায় গ্রেফতার হন তিনি। তার পর থেকেই তাঁর প্রত্যর্পণের চেষ্টা করতে থাকে ভারত সরকার। অবশেষে আমেরিকা থেকে তাঁকে পাঠানো হল ভারতে।

এ দেশে আসার পর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) আনমোলকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার করে। তার পরে হাজির করানো হয় দিল্লির পাটিয়ালা হাউস আদালতে। আনমোলকে ১১-দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠিয়েছে আদালত। ওয়ান্টেড গ্যাংস্টার আনমোলের রিমান্ডের বিষয়ে এনআইএ-র বিশেষ পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী বলেছেন, ১১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাকে ২৯ নভেম্বর আবার হাজির করা হবে। এনআইএ জানিয়েছে, সে বিকেআই গ্যাংস্টার সিন্ডিকেটের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। খালিস্তানি সংযোগের জন্যও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আনমোলের বিরুদ্ধে ভারতে ১৮টি মামলা বিচারাধীন। ২০২২ সালে পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে ঘটনায় নাম জড়ায় তার। এ ছাড়াও বাবা সিদ্দিকি খুনেও তিনি জড়িত বলে দাবি করা হয়। অভিযোগ, তাঁর নির্দেশে অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande