
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বুধবার দুপুরেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন বিধানসভায় লবিতে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাস ও যুগ্ম সচিব অরবিন্দ পঞ্চধ্যায়ী এবং তারক কর্মকার, ডেপুটি মার্শাল ভোলানাথ মুখার্জি প্রমুখ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এরপর সচিবালয়ের অফিসার এবং কর্মীরাও পুষ্পার্ঘ্য নিবেদন করে। শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির সদস্যরাও লবিতে দলে দলে ১০৯ তম জন্মদিন উপলক্ষে এদিন তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মৃতিচারণ পর্বে যোগদান করেন। উল্লেখ্য, রাজ্য জুড়েও আজকের দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গেই সর্বত্র পালন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত