উত্তর প্রদেশের ট্রাক্টর-ট্রলির ধাক্কায় মৃত এক বাইক আরোহী
সীতাপুর, ১৯ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সীতাপুর জেলায় ট্রাক্টর-ট্রলির ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে , মঙ্গলবার গভীর রাতে রামকোট থানা এলাকার কাছে । বুধবার এক পুলিশ আধিকারিক জানান , উজিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা রাজেন্দ্র (৫০)
উত্তর প্রদেশের ট্রাক্টর-ট্রলির ধাক্কায় মৃত এক বাইক আরোহী


সীতাপুর, ১৯ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সীতাপুর জেলায় ট্রাক্টর-ট্রলির ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে , মঙ্গলবার গভীর রাতে রামকোট থানা এলাকার কাছে ।

বুধবার এক পুলিশ আধিকারিক জানান , উজিরগঞ্জ থানা এলাকার বাসিন্দা রাজেন্দ্র (৫০) এবং তাঁর স্ত্রী পুষ্পা বাইকে করে বাড়ি ফিরছিলেন। জওহরপুর সুগার মিলের মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আখ বোঝাই ট্র্যাক্টর-ট্রলির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। ঘটনায় দু’জনেই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক রাজেন্দ্রকে মৃত ঘোষণা করেন। পুষ্পার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande