
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা।
উল্লেখ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনটি দেশজুড়েই পালন করা হয়েছে। এ রাজ্যেও তার ব্যাতিক্রম নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এবং কলকাতা সহ ও বিভিন্ন জেলাতেও এই দিনটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করে কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। মালদা, মুর্শিদাবাদ জেলায় ব্লক ও শাখা কংগ্রেস কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান পর্ব চলেছে। আজকের এই দিনটি স্মরণে অনুষ্ঠান পালনের আয়োজন করে অনুরাগী ও গুণমুগ্ধরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত