অন্ধ্রে রোড শো প্রধানমন্ত্রীর, বাঁধ ভাঙা উচ্ছ্বাস জনসাধারণের মধ্যে
পুট্টাপার্থি, ১৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অন্ধ্রপ্রদেশ সফরে যান। অন্ধ্রের পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার সৌধ ও মহাসমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন প্
অন্ধ্রে রোড শো প্রধানমন্ত্রীর, বাঁধ ভাঙা উচ্ছ্বাস জনসাধারণের মধ্যে


পুট্টাপার্থি, ১৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার অন্ধ্রপ্রদেশ সফরে যান। অন্ধ্রের পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার সৌধ ও মহাসমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষ্যে একটি স্মারক মুদ্রা ও তাঁর জীবন, শিক্ষা তথা পরম্পরার সম্মানে একগুচ্ছ ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করেন।

এদিন পুট্টাপার্থিতে রোড শোও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার ধারে ছিল সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী মোদী এদিনের অনুষ্ঠানে বলেন, ১০ বছর আগে, ভারত সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছিল। এটি এমন কয়েকটি প্রকল্পের মধ্যে একটি যেখানে ৮.২ শতাংশ উচ্চ সুদের হার দেওয়া হয়। সুকন্যা সমৃদ্ধির অধীনে মেয়েদের জন্য চার কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই প্রকল্প মেয়েদের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিশা দেখাবে বলেও আশাবাদী প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande