গ্ৰেফতারকৃত বিইইও মাধব সাহার পাথারকা‌ন্দির বা‌ড়িতে দুর্নীতি দমনের অভিযান, উদ্ধার নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার
পাথারকান্দি (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার উধারবন্দ শিক্ষাখণ্ডের গ্ৰেফতারকৃত ‘ব্লক এলিমেন্টারি এডুক্যাশন অফিসার’ (বিইইও) মাধব সাহার শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি শহরের মূল বড়িতে মঙ্গলবার রা‌তে তালাশি-অভিযান চালিয়েছেন ‘মুখ্য মন্ত্রীর দু
বিইইও মাধব সাহার পাথারকা‌ন্দির বা‌ড়িতে দুর্নীতি দমনের অভিযান


পাথারকান্দি (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার উধারবন্দ শিক্ষাখণ্ডের গ্ৰেফতারকৃত ‘ব্লক এলিমেন্টারি এডুক্যাশন অফিসার’ (বিইইও) মাধব সাহার শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি শহরের মূল বড়িতে মঙ্গলবার রা‌তে তালাশি-অভিযান চালিয়েছেন ‘মুখ্য মন্ত্রীর দুর্নী‌তি দমন সেল’-এর আধিকারিকরা। অভিযানে হিসাব–বহিৰ্ভূত বহু লক্ষ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার বাজেয়াপ্ত করেছেন অভিযানকারীরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে কাছাড় জেলার উধারবন্দ ‘ব্লক এলিমেন্টারি এডুক্যাশন অফিসার’ (বিইইও) মাধব সাহাকে তাঁর কার্যালয়ে জনৈক শিক্ষকের কাছ থেকে ঘুষের নগদ সাত (৭) হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরেন সিএম ভিজিল্যান্স এবং অ্যান্টি-করাপশনের অফিসাররা।

এর পর শ্রীভূমি জেলা পুলিশের দলকে সঙ্গে নিয়ে পাথারকান্দি শহরে মাধাব সাহার মূল বা‌ড়ি‌তে রাত আটটা থেকে তন্ন তন্ন করে তালাশি চালান দুর্নীতি দমনের আধিকারিকরা। তলাশি চলে গভীর রাত। বিইইও মাধব সাহার বাড়িতে অভিযান অভিযান চালিয়ে ৪৪৪ গ্রাম স্বর্ণালঙ্কার সহ নগদ ২.১৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সিএম ভিজিল্যান্স এবং অ্যান্টি-করাপশনের হাতে ধৃত মাধব সাহা তাঁর জন্মস্থান পাথারকান্দিতে বহুদিন বিইইও পদে কাজ করেছেন। পরবর্তীতে বদলি হয়ে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এডুক্যাশন ব্ল‌কে চ‌লে যান। রামকৃষ্ণনগরে তাঁর বিরুদ্ধে একাধিক অভি‌যোগ উত্থা‌পিত হয়ে‌ছিল। উধারবন্দে (কাছাড় জেলা) গিয়েও তিনি নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অভিযোগ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande