রাজস্থানে ডাম্পারের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত দুই যুবক
যোধপুর, ১৯ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , মঙ্গলবার রাতে ফালোদি-বিকানের জাতীয় সড়ক ১১-এর খিদ্রাত গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে , খিদ্রাত গ্রামের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ড
রাজস্থানে ডাম্পারের সঙ্গে গাড়ির সংঘর্ষে মৃত দুই যুবক


যোধপুর, ১৯ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে , মঙ্গলবার রাতে ফালোদি-বিকানের জাতীয় সড়ক ১১-এর খিদ্রাত গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে , খিদ্রাত গ্রামের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে গাড়িটি সামনে অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।

বুধবার এক পুলিশ আধিকারিক জানান, বিকানের দিক থেকে আসার সময় গাড়িটি ডাম্পারের পেছনে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande