
রাজগড়, ১৯ নভেম্বর (হি.স.) : বাড়ির সামনে জ্বালানো আগুন পোহাতে গিয়ে মৃত্যু হল ২৮ বছরের এক যুবকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার অন্তর্গত নেসড়ি গ্রামে। মঙ্গলবার গভীর রাতে আগুনের পাশে বসে থাকা অবস্থাতেই যুবক হঠাৎ পিছনে লুটিয়ে পড়েন। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সূত্রে জানা গেছে, আগুন পোহানোর সময়ই আচমকা তিনি অচেতন হয়ে পড়ে যান। বুধবার এক পুলিশ আধিকারিক জানান, মৃতের নাম মুকেশ বর্মা (২৮)। মৃত্যুর কারণ এখনও নির্ধারিত নয়। ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য