
আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.) : অসম-আগরতলা জাতীয় সড়ক (এনএইচ-৮) চার লেনের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে বুধবার রানীরবাজারের গীতাঞ্জলি হলে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন রানীরবাজার ও আগরতলার চন্দ্রপুর পর্যন্ত অঞ্চলজুড়ে অবস্থিত ব্যবসায়ী, দোকান মালিক এবং স্থানীয় বাসিন্দারা। রানীরবাজার ফায়ার স্টেশন থেকে চন্দ্রপুর আন্তঃরাজ্য বাস টার্মিনাল পর্যন্ত অংশে জমি-সংক্রান্ত কয়েকটি জটিলতাই সম্প্রসারণ কাজে বাধা সৃষ্টি করছিল।
মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে এই আলোচনার মূল উদ্দেশ্য হল প্রকল্প বাস্তবায়নের পথে জমি-সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করা। তিনি বলেন, “এনএইচ-৮ সম্প্রসারণের অগ্রগতি ধরে রাখতে এই জট দ্রুত দূর করা জরুরি। সকলের সহযোগিতায় সমস্যার সমাধান সম্ভব এবং সরকার প্রতিশ্রুতিবদ্ধ সময়মত কাজ সম্পন্ন করতে।”
মন্ত্রী আরও জানান, উন্নত সড়ক অবকাঠামো তৈরি হলে কেবল যোগাযোগ ব্যবস্থাই নয়, স্থানীয় বাণিজ্য, ব্যবসা এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থাও বহুলাংশে উপকৃত হবে।
সভা শেষে প্রশাসন, অংশীদার এবং স্থানীয়দের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়, যা প্রকল্পটিকে নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ