
আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.) : প্রয়াতা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার প্রদেশ কংগ্রেস শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাঁকে স্মরণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, “ইন্দিরা গান্ধীর জন্মদিন জাতীয় সংহতি দিবস হিসাবে পালন করা হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি আত্মবলিদান দিয়েছিলেন। বর্তমান সময়ে জাতীয় সংহতি বিপন্ন, সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে—এ অবস্থায় ইন্দিরাজির ত্যাগ ও নেতৃত্ব দেশবাসীকে আজও পথ দেখায়।”
শ্রদ্ধা নিবেদন শেষে কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মীরা কংগ্রেস ভবন থেকে মৌন মিছিল শুরু করে গান্ধী-ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে প্রয়াতা নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ