
জয়পুর, ২০ নভেম্বর (হি.স.): দুই ঘণ্টার চেষ্টায় মিলল সাফল্য, জয়পুরে ধরা পড়ল একটি প্যান্থার। বৃহস্পতিবার ভিভিআইপি সিভিল লাইনস এলাকায় ২ ঘন্টার উদ্ধার অভিযানের পর একটি প্যান্থার ধরা পড়ে। বন দফতরের কর্মীরা অনেক চেষ্টার পর প্রাণীটিকে ধরতে সক্ষম হন।
প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন শিখা মেহরা বলেন, সকাল থেকেই আমাদের দলের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সকল মানুষ, কর্মী, গণমাধ্যম এবং পুলিশের সহায়তায় আমরা মানুষের জীবনের কোনও ক্ষতি ছাড়াই উদ্ধারকাজ সম্পন্ন করেছি। যখনই কোনও প্রাণীর সংঘর্ষ হয়, তখন তা সামাল দেওয়ার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা