রাতের অন্ধকারে পাথর প্রতিমায় বিডিওর গাড়ি পোড়ানোর অভিযোগ
পাথরপ্রতিমা , ২০ নভেম্বর(হি.স.) : রাতের অন্ধকারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের স্কুল মোড় এলাকায় বিডিওর গাড়ি, অন্ধকারে ৩টি দোকান ২ট মোটরসাইকেল এবং একাধিক গবাদি পশুর পুড়িয়ে দেওয়ার অভিযোগ অপরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । উল্লেখ
রাতের অন্ধকারে পাথর প্রতিমায় বিডিওর গাড়ি পোড়ানোর অভিযোগ


পাথরপ্রতিমা , ২০ নভেম্বর(হি.স.) : রাতের অন্ধকারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের স্কুল মোড় এলাকায় বিডিওর গাড়ি, অন্ধকারে ৩টি দোকান ২ট

মোটরসাইকেল এবং একাধিক গবাদি পশুর পুড়িয়ে দেওয়ার অভিযোগ অপরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

উল্লেখ্য, এলাকার মানুষজন দেখতে পায় রাতে প্রায় ১টা নাগাদ দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় বেশ কয়েকটি দোকান পুড়ছে। এলাকার মানুষ চিৎকার চেঁচামেচি করে দৌড়ে এলে নজরে পড়ে কিছুটা দূরে বিডিওর গাড়িচালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর গাড়ি আগুনে পুড়ছে, এলাকাবাসী জল দিয়ে নেভাবার চেষ্টা করে। তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় , আরও বেশ কয়েকটি দোকান আংশিকভাবে পুড়ে যায় বলে অভিযোগ।

আশ্চর্যের বিষয় কিছুটা দূরে গ্রামের ভিতর কৃপাসিন্ধু ভুইয়া,মদন গায়েন, তাপস ভূঁইয়া ঘরও আগুনে পুড়ছে। তার মধ্যে কৃপা সিন্ধু ভুঁইয়া সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গোয়ালে থাকা দুটি গরু সামনে থাকা দুটি মোটরসাইকেল পুড়ে যায়। মনে করা হচ্ছে দুষ্কৃতীরা গ্রামের একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande