
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): আরও বিপাকে সোনিয়া গান্ধীর জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। আর্থিক তছরুপ মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। ইউপিএ জমানায় প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে। সেই মামলায় তদন্ত করতে গিয়ে গান্ধী পরিবারের জামাইয়ের যোগ খুঁজে পায় ইডি। এবার দিল্লির আদালতে জমা পড়ল অভিযোগপত্র।
বিশেষ অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) আদালতে প্রসিকিউশন অভিযোগ দাখিল করা হয়েছে। এটি রবার্টের বিরুদ্ধে দ্বিতীয় অর্থ পাচারের অভিযোগ। গত জুলাইয়েই রবার্ট বঢরাকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির নোটিস পাওয়ার পর দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি অফিসে যান তিনি। এদিকে এই মামলায় ইডির আবেদনে সাড়া দিয়ে গত ৫ জুলাই বঢরা ঘনিষ্ঠ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয়কে পলাতক ঘোষণা করে দিল্লির আদালত। বর্তমানে ইংল্যান্ডে রয়েছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা