
উত্তর ২৪ পরগনা, ২০ নভেম্বর, (হি.স.): ২০০২ সালের তালিকায় নাম ছিল না। সেই ‘আতঙ্কে’ই এ বার চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বেলঘরিয়ার বাসিন্দা এক প্রৌঢ়।
বুধবার রাতে বেলঘরিয়ার সিসিআর ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা গিয়েছে, ৬৩ বছরের ওই প্রৌঢ়ের নাম অশোক সর্দার। বেলঘরিয়ার কামারহাটি পুরসভার অন্তর্গত প্রফুল্লনগর এলাকার বাসিন্দা, পেশায় রিকশাচালক। তাঁর পরিবারের দাবি, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে থাকছেন তাঁরা। কোনও কারণে ২০০২ সালের ভোটার তালিকায় অশোকবাবুর নাম পাওয়া যায়নি, যদিও ওই ব্যক্তির মায়ের নাম সেই তালিকায় ছিল।
পরিবার সূত্রে খবর, আতঙ্কিত হয়ে ছিলেন অশোকবাবু। সারা দিন চিন্তিত থাকতেন। সেই আতঙ্ক থেকেই ওই প্রৌঢ় এমনটা করেছেন বলে পরিবারের দাবি। যদিও বিজেপি-র রাজ্য নেতৃত্ব বার বার দাবি করেছে, সব অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে এসআইআর-কে যুক্ত করে রাজ্যের শাসক দল রাজনীতি করার চেষ্টা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত