
মুর্শিদাবাদ, ২০ নভেম্বর (হি. স.) : উত্তরবঙ্গ থেকে ৫০০ টাকার জাল নোটের বড় একটি চালান নিয়ে হলদিয়ার উদ্দেশে রওনা দেওয়া চক্র ভাঙল বড়ঞা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই গত মঙ্গলবার গভীর রাতে কাপাসডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৯৬টি জাল নোট - মোট অর্থ মূল্য ৪৮ হাজার টাকা। পুলিশ সূত্রে খবর, জাল নোট পাচারে ব্যবহৃত ১০৭ নম্বর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১১টা নাগাদ বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ফাঁদ পাতে। নির্দিষ্ট ওই গাড়িটিকে থামতে বলা হলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে এবং পুলিশের গাড়িকে ধাক্কা দিয়েও চম্পট দেওয়ার চেষ্টা চালায়। এরপর শুরু হয় পিছু পিছু দীর্ঘ ধাওয়া। শেষ পর্যন্ত কান্দি পেট্রল পাম্পের কাছে গাড়িটিকে থামাতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকেই ধরা পড়ে তিন পাচারকারী—অমানতুল্লাহ খান, আজমুল খান এবং মিঠুন খলিফা। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানার বাখারপুর গ্রামে।
তবে গাড়িতে থাকা বাকি পাঁচ দুষ্কৃতী অন্ধকারের সুযোগ নিয়ে পালায়। তাদের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের বুধবার কান্দি আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের স্বার্থে ১২ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বড়ঞা থানা।
পুলিশের দাবি, সংগঠিত এই জাল নোট চক্রের শিকড় আরও গভীরে। পলাতকদের গ্রেফতারের পর ঘটনায় আরও তথ্য মিলবে বলেই আশাবাদী তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত