বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, হুমকি বয়কটের
বাসন্তী, ২০ নভেম্বর(হি.স.) : বিধায়কের বিরুদ্ধে এলাকায় পড়েছে পোস্টার। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শাসক দলের কর্মীরাই। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছেন বিধায়ককে বয়কটের। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আঠেরোবাঁকি গ্রাম
বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, হুমকি বয়কটের


বাসন্তী, ২০ নভেম্বর(হি.স.) : বিধায়কের বিরুদ্ধে এলাকায় পড়েছে পোস্টার। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শাসক দলের কর্মীরাই। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছেন বিধায়ককে বয়কটের। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আঠেরোবাঁকি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় জনবহুল এলাকার প্রায় প্রতিটি কোনায় সাটা হয়েছে বিধায়কের বিরুদ্ধে পোস্টার। এমনকি চরাবিদ্যা বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা।

বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে প্রচারের সময় বিধায়ক এসেছিলেন। নির্বাচনে এই পঞ্চায়েত এলাকায় রেকর্ড পরিমাণ ভোটে তাঁকে জিততে সাহায্যও করেন দলের কর্মীরা। কিন্তু নির্বাচন শেষ হতে আর দেখা মেলেনি বিধায়কের। এসআইআর আতঙ্কে যখন এলাকার মানুষজন আতঙ্কিত তখনও এলাকার মানুষ, দলের কর্মীদের সঙ্গে দেখা করতে, আশ্বাস দিতে আসেননি বিধায়ক । আর এতেই বেজায় চটেছে এলাকার মানুষ। তাই বাসন্তীর বিভিন্ন প্রান্তে বিধায়কের বিরুদ্ধে পোস্টার সেটেছেন তাঁরা।

তাঁদের দাবি ২০২৬ সালে যদি শ্যামল মণ্ডলকে ফের দল টিকিট দেয় তাহলে তাঁরা ভোট বয়কটও করবেন। যদিও এ বিষয়ে বিধায়ক সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চান নি।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande