ব্রু পুনর্বাসন কেন্দ্রে ১৮১ জন সুবিধাভোগীর হাতে সহায়ক সামগ্রী প্রদান
আমবাসা (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.): ধলাই জেলার আমবাসার ব্রুহা পাড়ায় অবস্থিত ব্রু পুনর্বাসন কেন্দ্রে বৃহস্পতিবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সহায়ক সামগ্রী। এই কর্মসূচির আয়োজন ক
সামগ্রী বিতরণ


আমবাসা (ত্রিপুরা), ২০ নভেম্বর (হি.স.): ধলাই জেলার আমবাসার ব্রুহা পাড়ায় অবস্থিত ব্রু পুনর্বাসন কেন্দ্রে বৃহস্পতিবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সহায়ক সামগ্রী। এই কর্মসূচির আয়োজন করে আমবাসা ব্লক প্রশাসন ও স্কিল ডেভেলপমেন্ট দফতর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা ব্লকের বিএসসি-এর চেয়ারম্যান পরিমল দেববর্মা, স্কিল ডেভেলপমেন্ট দফতরের যুগ্ম অধিকর্তা মুনমুন দেববর্মা এবং আমবাসা ব্লকের বিডিও বর্নীতা বিশ্বাস।

দফতরের উদ্যোগে এখন পর্যন্ত পুনর্বাসন কেন্দ্রে বসবাসরতদ ৫৯৪ জনকে বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার মধ্যে এই দিন ১৮১ জন সুবিধাভোগীর হাতে কর্মদক্ষতার ভিত্তিতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়। খুব শীঘ্রই দ্বিতীয় দফার প্রশিক্ষণপর্ব শুরু হবে বলে জানান যুগ্ম অধিকর্তা মুনমুন দেববর্মা।

সহায়ক সামগ্রী পেয়ে ব্রু জনজাতি পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande