কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে : অমিত শাহ
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচি নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চা চলছেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াকে নিশানা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার পাল্টা অভিযোগ তুললেন
কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে : অমিত শাহ


নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচি নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চা চলছেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াকে নিশানা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার পাল্টা অভিযোগ তুললেন। বললেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চাইছে।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের সমাজমাধ্য়মে একটি পোস্ট করা হয়েছে। পোস্টের বার্তা যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া, তা সেখানে উল্লেখিত রয়েছে। এদিন শাহ জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ সুরক্ষার খাতিরেই যে শুধু অনুপ্রবেশ রুখতে হবে এমনটা নয়। গণতান্ত্রিক স্বার্থের কথা মাথায় রেখেও এই অনুপ্রবেশ বন্ধ করা প্রয়োজন। কিন্তু কেউ কেউ তাতে রাজি নয় বলেই অভিযোগ শাহের। অনুপ্রবেশকারীদের তাঁরা ‘সুরক্ষা প্রদান’ করছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

এদিন তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত, বেশ কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের নিরাপত্তা প্রদানে উদ্য়ত হয়েছে। তাঁরা কমিশনেরও বিরোধী। ভারতের নির্বাচন কমিশন যে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ চালাচ্ছে, তা তাঁরা চায় না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande